কুয়াশামাখা ভোরে হাজারদুয়ারী || Winter Morning in Murshidabad Hazarduari
শীতকালে একদিন বা দুদিনের ঘোরার জন্য খুব কাছে একটি সেরা ঠিকানা হয় মুর্শিদাবাদের হাজারদুয়ারি। হাজারদুয়ারিতে যদি আপনি এক রাত কাটান। অর্থাৎ হাজারদুয়ারি আশেপাশে যদি কোন হোটেলে আপনি এক রাত কাটান এবং পরদিন ভোরবেলা উঠে শীতের কুয়াশামাখা প্রকৃতিতে ঘুরে দেখেন হাজারদুয়ারির চারিপাশ একটা অন্যরকম অনুভূতি আপনার স্মৃতির বাক্সে জমা হবে। এর সাথে শীতের প্রিয় কাঠের জালে তৈরি ভাপা পিঠে এবং খেজুরের রস। একটা অন্যরকম অনুভূতি এনে দেবে এই ভিডিওতে।
🍁ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
#hazarduari
#murshidabad
#villagelife
#wintermornings
#winter
#villagewinter
#westbengalvillagelife
#travel
#travelwithrajesh