অপেক্ষা
writer- #shanta_islam
আজ আমার বাসর রাত। কিছুক্ষন আগেই আমার বিয়েটা সম্পূর্ণ হলো। সব মেয়ের তার বাসর রাত নিয়ে কিছু সপ্ন থাকে। আমারও ছিলো। কিন্তু হঠাৎ আচমকা এমন একটা পরিস্থিতির মুখোমুখি হবো কখনো ভাবিনি। কেনো আমার বিয়েটা হলো,আমি কার রুমে বসে আছি,এমন কি কার সাথে আমার বিয়ে হয়েছে এটাও আমি জানি না। হাইসোকর
এসেছিলাম অন্যের বিয়ে খেতে এখন আমারি বিয়ে হয়ে গেলো। কথাটা ভাবতেই প্রচুর কান্না পাচ্ছে। কেনো শুধু আমার সাথেই সব সময় এমন হয়। প্রচুর রাগ হচ্ছে আম্মু আব্বুর উপর কেনো করলো এটা আমার সাথে। আমার কি দোষ ছিলো। আমি কি