"প্রণয়ের অমল কাব্য"♥️writer:DRM Shohag,Page:DrmShohagHoney মাইরার ভারি নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে..
মাইরা ঢোক গিলে চোখ বুজে নেয়। ইরফান দীর্ঘশ্বাস টানে। মাইরার শরীর শিরশির করে ওঠে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চুপ করে চোখ বুজল।
মজার ব্যাপার ঘুমানোর কথা ইরফানের, ঘুমিয়েছে মাইরা। ভারি নিঃশ্বাস ইরফানের গলায় গিয়ে ধাক্কা খায়। ইরফান মাইরাকে ছেড়ে দেয়। মাইরার মুখ চোখে তার মাথার পানির ছিঁটেফোঁটা ডান হাতে মুছে দিল। কিছু একটা ভেবে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। গলার নিচে কা'ম'ড়ের জায়গাটা চেক করে হাসি দীর্ঘ হয়। বিড়বিড় করে,
"মাই বার্ডফ্লাওয়ার, বাট ইউ আর আ ভেরি স্টুপিট গার্ল। আই ডোন্ট লাইট ইউ।"
কথাটা বলে মুখ নামিয়ে গলার নিচে তিলের উপর শব্দ করে একটা চুমু আঁকে।
এরপর মাইরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। বেডের উপর থেকে তার ফোন নিয়ে অন করে দেখল গ্লাস ফেটেছে। ইরফান আড়চোখে মাইরার দিকে তাকায়। গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে থাকে কিছু সময়। এরপর গায়ে শার্ট জড়িয়ে মাইরাকে কোলে তুলে নেয়। তারপর নির্দ্বিধায় ঘর থেকে বেরিয়ে আসে। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছিল। ইরফানের কোলে মাইরাকে দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সবাই কথা হারিয়ে চুপ হয়ে রইল। ইরফানের বড় ফুপি, ছোট ফুপি, মামি, মামা, কাকি, কাকা,ইরফানের বাবা, মা সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। শুধুমাত্র ইরফানের খালা ঝাপসা চোখে চেয়ে রইল। তার মেয়েটা যে ভালো নেই। রুমা নেওয়াজ এগিয়ে এসে বললেন,
"মাইরাকে কোথায় নিয়ে যাচ্ছো?"
ইরফান সিঁড়ি উঠতে উঠতে বলে,
"আমার ঘরে।"
তারেক নেওয়াজ মৃদু হেসে বলে,
"কয়দিনের জন্য?"
ইরফান মাইরার ঘুমন্ত মুখপানে চেয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে,
"লাইফটাইম।"