#শেষ_বিকেলের_রোদ
#Writer_Esrat_Jahan
'এই গুঞ্জন! তুই আমায় যে সারাদিন জ্বালাস আমি কিন্তু ফুপিকে সব বলে দিবো!
.
আমি কাঁদোকাঁদো চেহারা নিয়ে বললাম,কোথায় জ্বালিয়েছি? আপনি আমার বইটা নিয়ে লুকিয়ে রেখেছেন কেন?
.
একশো বার লুকোবো। সারাদিন পড়তে পড়তে এই ষোলো বছর বয়সেই মোটা ফ্রেমওয়ালা দাদীর চশমা চোখে ঝুলায়া বসে আছিস!সুন্দরী চেহারাটা পুরা চশমার আড়ালে ঢেকে গেছে!
.
উনার মুখে একথা শুনে ড্যাবড্যাব করে বোকার মতো উনার দিকে তাকিয়ে রইলাম।
.
এই!তুই কী ট্যারা?এভাবে তাকিয়ে আছিস কেন?