MENU

Fun & Interesting

মাছের সঙ্গে হাঁস চাষ ও পুকুর পাড়ে সবজি চাষ করে সাফল্য।।

AMAR KATHA 55,648 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

বর্তমানে মাছের সঙ্গে হাঁস চাষ ও পুকুর পাড়ে সবজি চাষ করে সাফল্য পেয়েছে আনেক কৃষক বন্ধুরা।। তাদের মধ্যে আজ একজনের সাফল্য তুলে ধরলাম।।
এই পদ্ধতিতে জলের তিনটি স্তরে বসবাসকরি মাছ চাষ করতে হবে এবং যে জাতের হাঁস বেশি ডিম দেয় সে জাতের হাঁস চাষ করতে হবে, যেমন ক্যম্পবেল, ব্ল্যাকহোল, ঝিনুক, সাদা হাঁস( হয়াইট পেকিন) ইত্যাদি। এরা বছরে ২৫০-৩০০ টা ডিম দেয়।।
১০০ টি হাঁসের ক্ষেত্রে এই প্রকল্প শুরু করলে সব মিলে খরচ হবে ৫০-৬০ হাজার টাকা। সঠিক পরিচর্যা আর যত্ন নিলে প্রথম বছর যাবতীয় খরচ বাদে ৮০-৯০ হাজার টাকা আয় হবে।।
এই পদ্ধতিতে পুকুর পাড় খালি না রেখে, পুকুর পাড়ে মাচা করে বিভিন্ন সবজি চাষ করে বাড়তি আয় করা যায়।।
# আপনাদের কাছে আনুরোধ যদি ভিডিও টা ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।। চেনেলটা subceibe করতে ভুলবেন না,

Comment