সাতটি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে উনিশ শতকে নির্মিত বালিয়াটি জমিদার বাড়ি || BALIATI JOMIDAR BARI
বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত মানিকগঞ্জ জেলার সদর থেকে আনুমানিক ৮ কিলোমিটার এবং ঢাকা জেলা থেকে ৩৫ কিলোমিটার দূরে সাটুরিয়া উপজেলার বালিয়াটি গ্রামে অবস্থিত এই জমিদার বাড়ি। উনবিংশ শতকে নির্মিত ঐতিহ্যবাহী প্রাসাদের চত্বরটি প্রায় ১৬ হাজার ৫৫৪ বর্গমিটার এলাকা জুড়ে অবস্থিত। জমিদার বাড়ি প্রবেশ ফটকের দুই পাশে অবস্থিত রয়েছে দুটি সিংহের মূর্তি।সমস্ত জমিদার চত্বর উঁচু-প্রাচীর দিয়ে ঘেরা এবং জমিদারি বাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করলে সবুজের ঢাকা আঙিনা চোখে পড়ে। গোবিন্দ রাম সাহা বালিয়াটি জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। ১৮শতকের প্রথম ভাগ থেকে ২০০ বছরেরও বেশি সময় ধরে বালিয়াটি জমিদাররা এই এলাকায় শাসন করেন। জমিদার কিশোরী লাল চৌধুরী এবং রায় বাহাদুর হরেন্দ্র কুমার রায়চৌধুরী এই অঞ্চলের মানুষের মধ্যে জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তা অনুভব করেন। কিশোরী লাল রায় চৌধুরীর পিতার নাম অনুসারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়।
#বালিয়াটি_জমিদারবাড়ি #baliati_palace #manikganj #jomidarbari