গর্ত তৈরী এবং গাছ রোপনের সঠিক নিয়ম / The Right methods for making holes and planting trees.
#কৃষকের দর্পণ #গর্ত_তৈরী #গাছ_রোপন
গর্ত তৈরী এবং গাছ রোপনের সঠিক নিয়মঃ
এখন বর্ষাকাল, গাছ রোপনের উপযুক্ত সময়। তাই গাছ রোপনের পূর্বে গাছের গর্ত প্রস্তুত করা গুরুত্বপূর্ণ বিষয় তাই গর্ত তৈরীর সঠিক নিয়ম দেখানো হলো এবং গর্ত তৈরীর পর গাছ রোপনের খুঁটিনাটি বিষয় তুলে ধরা হলো। অাপনার কাংখিত গাছটি অারও সুন্দরভাব বেড়ে উঠুক, সুন্দর ফলদায়ক হোক সেই প্রত্যাশায়।
##মালচিং দেওয়ার ক্ষেত্রে পিপড়া বা অন্য কোন পোকার অাশ্রয়স্থল না বানাতে পারে এজন্য কীটনাশক স্প্রে করতে ভুলবেন না।