হযরতের ১০০০ বিঘা আয়তনের ফল বাগান
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/samPcxjxq90
======================
পৌনে আটশো বিঘা জমিতে ফল বাগান করে তাক লাগিয়ে দিয়েছিলেন শেরপুরের হযরত আলী আকন্দ। বছর ঘুরতে না ঘুরতেই তার সেই আয়োজন বেড়ে দাঁড়িয়েছে হাজার বিঘা আয়তনে, গড়েছেন কৃষি সাফল্যের নজির।
এক সময় অভাব অনটনে বাড়ি ছেড়ে ভাগ্যের অন্বেষণে ঢাকায় পাড়ি জমিয়েছিলেন শেরপুর জেলার কুঠুরাকান্দা গ্রামের হযরত আলী আকন্দ। মুদি দোকানের কর্মচারি থেকে শুরু করে রাস্তায় ফলের ফেরিওয়লা, বিভিন্ন উপায়ে করেছেন জীবিকার সন্ধান। নানা চড়াই উৎরাই পেরিয়ে সাফল্য পেয়েছেন মুদিমালের পাইকারি বাণিজ্যে। শূন্য থেকে পৌঁছেছেন কোটির ঘরে। এরপর নতুন সাফল্যের খোঁজে বিনিয়োগ করেছেন কৃষিতে।
এই সময়ের মাঝে হযরতের কৃষি আয়োজন কলেবরে বেড়েছে অনেক খানি। তিনি বলছেন সুপরিকল্পিত উদ্যোগ নিলে কৃষিতে বিনিয়োগে ঝুঁকি কম, রয়েছে সাফল্যের সম্ভাবনা। এ বছর কমলার ফলন হয়েছে খুব ভালো। গাছে গাছে ঝুলে আছে রঙিন কমলা। কৃষি নিয়ে হযরতের রয়েছে সুদূর-প্রসারী পরিকল্পনা। এই বাণিজ্যিক কৃষি উদ্যোগের মাধ্যমে তৈরি হয়েছে কৃষি-পর্যটন কেন্দ্রের একটি রূপরেখা।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ #ফল #বাগান