মেচরি(মালচিং পেপার ও মাচায়) - বানিজ্যিক চাষে বিঘা প্রতি ১ লাখ টাকার বেশি আয়
অসাধারণ লাভজনক সবজি মেচরি বা পুঁইশাকের ফল। বাজারে রয়েছে এর ব্যাপক চাহিদা। প্রতি কেজির পাইকেরি দাম ২০ টাকার বেশি।
কৃষকের জন্য উচ্চ মুল্যের ফসল এটা।
মালচিং পেপার ব্যবহারে এর ফলনও হয় ব্যাপক।