তাহার_উম্মাদনায়_মত্ত||গল্পের ৭ম বা শেষ অংশ|| পড়ন্ত বিকেল। আকাশে রোদের সোনালী আলো লুটো
তাহার_উম্মাদনায়_মত্ত
লাবিবা_আল_তাসফি
গল্পের ৭ম বা শেষ অংশ
পড়ন্ত বিকেল। আকাশে রোদের সোনালী আলো লুটোপুটি খাচ্ছে। ভূমিতে দাঁড়িয়ে থাকা মাঝ বয়সী মেহগনি গাছটার সকল পাতা ঝড়ে পড়েছে। কয়েকটা লাল রঙের মুর্ষে পড়া পাতার অস্তিত্ব দেখা যাচ্ছে। হয়তো দিন দুয়েক যেতেই পতন ঘটবে তাদের। গাছের চিকন একটা ডালে বসে ভিষণ করুন সুরে কা কা করে ডেকে চলেছে একটা কাক। হয়তো হারিয়ে যাওয়া সঙ্গিকে খুঁজছে সে। আশপাশে থাকা জীবগুলো তার ডাকে অস্থির হচ্ছে তাতে তার মাথা ব্যাথা নেই। নিজের জীবন যেখানে ডুবিডুবি অন্যের কথা চিন্তা করে কি হবে? নুহাশ