রেখেছি_তারে_বক্ষ_পিঞ্জিরায়||জান্নাত_সুলতানা-"ভালোবাসি না আমি আপনাকে কেন আমার পেছনে পরে আছেন? আপনার
রেখেছি_তারে_বক্ষ_পিঞ্জিরায়
জান্নাত_সুলতানা
-"ভালোবাসি না আমি আপনাকে কেন আমার পেছনে পরে আছেন?
আপনার পেছনে তো অনেক সুন্দরী সুন্দরী মেয়ে ঘুরে ওদের থেকে কাউ কে করে নিন না বিয়ে।
আমাকে ছেড়ে দিন দয়া করে প্লিজ।"
সামনের চেয়ারে বসা সুদর্শন ব্যক্তিটার কোনো ভাবান্তর হলো না উপরোক্ত কথা গুলো শুনে।
খুব স্বাভাবিক ভাবে নিজের বন্দুকটা টেবিল থেকে হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে কোমরে গুঁজে উঠে এগিয়ে আসে সামনে দাঁড়ানো রমণী টার একদম নিকটে এসে দাঁড়িয়ে শান্ত চোখ তাকিয়ে খুব ধীরে কণ্ঠে বলে উঠলো