MENU

Fun & Interesting

লাউ গাছে কোন সময় কি কি পরিচর্যা করলে বাম্পার ফলন পাবেন - আগাম লাউ চাষ করার পদ্ধতি - Bitter Gourd

Krishi Poribar 121,275 lượt xem 5 months ago
Video Not Working? Fix It Now

লাউ গাছে কোন সময় কি কি পরিচর্যা করলে বাম্পার ফলন পাবেন - আগাম লাউ চাষ করার পদ্ধতি - Bitter Gourd

আজকে আমি আপনাদের দেখাবো লাউ গাছে কোন সময় কি কি পরিচর্যা করলে বাম্পার ফলন পাবেন।

আমরা অনেকেই লাউ চাষ করি, তবে সঠিক সময় সঠিক পরিচর্যার অভাবে ভালো ফলন পাইনা।

আমি আশা করি আপনারা যদি আমার মতো করে লাউ গাছে প্রথম থেকে শেষ পর্যন্ত যত্ন নেন, তবে হাইব্রিড লাউয়ের ভালো একটা ফলন পাবেন।

লাউ চাষ করার জন্য প্রথমেই বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন, এরপর লাউ বীজ লাগিয়ে দেওয়ার জন্য জমিতে গর্ত করে ছাগল মুরগির বিষ্টা দিয়ে দিবেন।

আপনারা একই পদ্ধতিতে টবে, সিমেন্টের বস্তায় লাউ চাষ করতে পারবেন।

লাউ বীজ মাটিতে লাগিয়ে দেওয়ার আগে ১২ থেকে ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন।

বীজ লাগিয়ে দেওয়ার কিছু দিনের মাঝেই চারা উঠবে।

লাউ গাছের বয়স যখন আঠারো দিন হবে, তখন প্রথম ধাপে গাছে জৈব সার বা রাসায়নিক সার দিয়ে দিবেন।

আবার যখন গাছের বয়স ৩৫ দিন হবে, ঠিক সেই সময় লাউয়ের ভালো ফলন পেতে গাছে থিয়োভিট ও পটাশ সার দিবেন।

যখন লাউয়ের ফলন ধরতে শুরু করবে, তখন বেশি পরিমাণ লাউ পেতে গাছে পেঁয়াজের খোসা দিবেন।

ঠিকমত যত্ন নিলে অল্প সময়ের ভিতরের প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে ও লাউ ধরতে শুরু করবে।

Comment