MENU

Fun & Interesting

বাইক স্লো স্পীডে ধাক্কায়,দম বন্ধ হয়ে আসে,ইঞ্জিন বন্ধ হয়ে যায়? ভিডিওটা না টেনে দেখুন।

REAL VIEW 17,776 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

সবার জ্ঞাতার্থে কিছু কথা ক্লিয়ার করতে চাই।
১/ আমার বাইকের NGK Irridium স্পার্ক প্লাগ লাগানো আছে। এবং এর গ্যাপ নয় মিলিমিটার।
প্লাগ পরিবর্তন করে ও চেক করেছি।
২/ আমার বাইকের ক্লাচ ফ্রিপ্লে সম্পূর্ণ ঠিক ছিল
৩/ বাইকের মাইলেজ ৪৫ (+-) ৫ ছিল।

এই কথাগুলো ভিডিওতে হয়তো বলা উচিত ছিল কিন্তু কিন্তু মনের দোষে কথাগুলো ভিডিওতে বলতে ভুলে গেছি। তাই কমেন্ট বক্সে পিন করে দিয়েছি।

গাড়ির স্পিড যখন ৩০-৩৫ অতিক্রম করে এরপরে আর কোন সমস্যা থাকে না।
কিন্তু সমস্যাটা শুধুমাত্রই স্লো স্পিড এর ক্ষেত্রে।

আশা করি এই ব্যাপারটি ভালো করে বুঝবেন।

প্লাগের এর সমস্যা হলে সেটা হাই আর পি এম ও সমস্যা করতো।

এবং বলা সম্পূর্ণ কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত উপলব্ধি থেকে বলা।
বিভিন্ন কারণে এই সমস্যাটি হয়ে থাকে। তবে আমি যে ইঞ্জিন অয়েলের কারণে বললাম সেটিও তার ভিতরে অন্যতম একটি কারণ।

ভিডিওতে যদি কোন কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই চটি আমি ভুল বলেছি সেটি আমার কমেন্ট বক্সে অনুগ্রহ করে আমাকে জানাবেন।
কারণ বাইকিং লাইফে শেখার কোন শেষ নেই।





TAGS
বাইক স্লো স্পীডে ধাক্কায়,দম বন্ধ হয়ে আসে,ইঞ্জিন বন্ধ হয়ে যায়? ভিডিওটা না টেনে দেখুন।

Comment