৩৫০০ বর্গফুটে পারফেক্ট রুফটপ ফার্ম: ছাদকৃষি নয় যেন শিল্পকর্ম
সম্পূর্ণ ভিডিও- https://youtu.be/HGUOZYk7dMc
========================
বেশ সুসজ্জিত এক ছাদকৃষি। সাজানো টব থেকে ওপরের জ্যামিতিক ছাউনি। সবুজের বিস্তার। ফসলের সমারোহ। কোথাও নানা রঙের বিচ্ছুরণ। আয়োজনটি চমৎকার। কানাডা প্রবাসী কম্পিউটার প্রকৌশলী মোস্তফা জামান শিবলীর আয়োজন এটি। পুরো আয়োজনটিকে একটি শিল্পকর্মের মতো করেও ভাবা যেতে পারে। প্রকৌশলী শিবলী দেশে ফিরে করোনাকালীন অবরুদ্ধ সময়ে নিজেকে নিয়োজিত করেন ছাদকৃষির চর্চায়।
৩৫০০ বর্গফুট আয়তনের এই দুই স্তরের ছাদকৃষির সৌন্দর্য একটু ভিন্নরকম। এখানে নানা আকারের প্লাস্টিক টব বিশেষ কৌণিক মাপজোঁখ করে সাজানো হয়েছে। মাঝে উপরিভাগে মাচায় ফলছে সীম, লাউ, মিষ্টিকুমড়া, বরবটিসহ মৌসুমি সবজি ফসল। এখানে যা কিছু উৎপাদন হচ্ছে তার শতভাগ করছেন জৈব পদ্ধতিতে।
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ #RooftopFarming #ছাদকৃষি