ভাস্বর চট্টোপাধ্যায়। গড়পড়তা অভিনেতা নন। শিক্ষিত ও গুণী মানুষ তিনি। দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ও ধারাবাহিকতা তাঁর ডিসিপ্লিনের পরিচয়। ছবিও করেছেন। তবে টিভি বাদ দিয়ে নয়। ব্যক্তিজীবনে এখন তিনি হ্যাপিলি সিঙ্গল। অভিনয়ের বাইরেও তিনি বই লেখেন। ভাষা শেখেন। বেড়াতে ভালবাসেন। ভাস্বরের সঙ্গে আড্ডা যেন চলতেই থাকে। #acting #film
#tvserial #writer #author #book #novel #thriller #kashmir #houseboat #personallife #divorce #marriage #love #single #varanasi #university #bmw #adda #coffee #uttamkumar #soumitrachatterjee #nabamita