সুভদ্রা মুখার্জি। টিভি সিরিয়ালের জগতের পরিচিত মুখ। নাট্যকার শান্তিগোপাল মুখার্জির ছোট মেয়ে সুভদ্রা, ছোট থেকেই যেমন অভিনয়ে হাতেখড়ি ও আগ্রহ, তেমনই আগ্রহ, জনসেবায়। 'বৌকথাকও', 'ইচ্ছেনদী'র মতো ধারাবাহিকে সুভদ্রার কৌতুকমিশ্রিত দাপুটে অভিনয়, দর্শকের মনে জায়গা করে নিয়েছে। শেষ দুটো বছরে এই সুভদ্রার ওপর দিয়ে যেন ঝড় বয়ে যাচ্ছে। প্রথমে একই দিনে শ্বশুর ও নিজের বাবা চলে যান। আর এই সেপ্টেম্বরের শেষে হঠাৎই চলে গেলেন স্বামী। কার্যত সুভদ্রা যেন, দিশেহারা। ভেঙে পড়লেন ক্যামেরার সামনেই। #film #acting #movie #love #adda #acting #television #entertainment #teleserial#bengalifilm#politics#husbandloss#bmw#demise#father#relative#bmw