MENU

Fun & Interesting

ব্লাউজের হুক আস্তে আস্তে লাগিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিম।খেয়াল করে ঠোঁটের লিপস্টিক মুখের বেশ..

গল্পের রাজ্য।S 2,269 lượt xem 1 week ago
Video Not Working? Fix It Now

#কিছু_ভুলের_মাশুল_হয়_না।
#সম্পূর্ণ গল্প।
#নিল_আহমেদ।

ব্লাউজের হুক আস্তে আস্তে লাগিয়ে আয়নার সামনে এসে দাঁড়ায় মিম। খেয়াল করে ঠোঁটের লিপস্টিক মুখের বেশ খানিকটা অংশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে লেপ্টে আছে। ঠোঁটে লেপ্টে যাওয়া লিপস্টিক ঠিক টিস্যু পেপার দিয়ে মুছে বিছানার দিকে তাকায় মিম । উলট পালট বিছানায় এখনো অসভ্যতার চিহ্ন বিদ্যমান। মারুফ তখনো বিছানায় শুয়ে শুয়ে মিমের দিকে তাকিয়ে হাসে, আজ কি একটু বেশি হয়ে গেলো ?মিম কিঞ্চিত লজ্জ্বায় লাল হয়, আজকাল একটু বেশি অসভ্য হয়ে গেছো তুমি। এত পাগল হয়ে যাও বিছানায়। রোজ বউয়ের সাথে থেকেও আমার কাছে আসো । তারপর ও এত এনার্জি আসে কই থেকে ?
মারুফ কিছু বলার আগে মিমের ফোন বেজে উঠে।

Comment