এই মূহুর্তে ঠোঁটের আলকাতরা গুলো মুছবি।চোখের উপর কি সঙ দিয়েছিস?তুলে ফেল এক্ষুণি।শাড়ি পড়েছিস কোন সাহসে
#হেমন্তের_নীড়।
#মুমুর্ষিরা_শাহরীন।
#সকল অংশ এক সাথে।
এই মূহুর্তে ঠোঁটের আলকাতরা গুলো মুছবি। চোখের উপর কি সঙ দিয়েছিস?তুলে ফেল এক্ষুণি।শাড়ি পড়েছিস কোন সাহসে।আশ্চর্য! আমার কি একটু শাড়ি পড়ার সাধীনতাও নেই?তোকে মার্জিত পোশাক পরে যেতে বলেছিলাম।শাড়ি অবশ্যই একটি মার্জিত পোশাক।
'তর্ক করছিস কোন সাহসে? কথা কানে যায় না? শাড়ি পরে রংঢং করবি তারপর ছেলেরা দেখে পছন্দ করবে। পেছন পেছন ঘুরবে এসব খুব এঞ্জয়েবল লাগে?'
শুভ্র ভাইয়ের কথায় কান'টা আমার ঝাঁ ঝাঁ করে উঠলো। আমি বিরক্ত চোখে চাইলাম। চু শব্দ করে চলে আসতেই সামনে এসে দাড়ালেন আরেক দানব। ধ্রুব ভাই! তিনি আরো দ্বিগুন গরম মেজাজে গলা চড়িয়ে বললেন,