পাত্রী দেখতে এসে পাত্রীর বোন কে পছন্দ করেএটা স্বাভাবিক বিষয়।কিন্ত পাত্রী দেখতে এসে যদি পাত্রীর ভাবি
#এক_টুকরো_শুভ্রতায়।
#সকল অংশ এক সাথে।
#ইনশিরাহ_আলম_উর্মি
পাত্রী দেখতে এসে পাত্রীর বোন কে পছন্দ করে এটা স্বাভাবিক বিষয়।কিন্ত পাত্রী দেখতে এসে যদি পাত্রীর বিধবা ভাবি কে পছন্দ করা হয় তাহলে ব্যাপার টা কেমন।নিশ্চয় অসম্ভব অস্বস্তি ঘটিত ব্যাপার স্যাপার তায় না।এখন এই অস্বস্তি পুর্ন সময়টাতে দাড়িয়ে আছে নিঝুম।আজকে তার একমাত্র ননদ মারিয়া কে পাত্র পক্ষ দেখতে এসেছিল।বরাবরে মতোই নিঝুম সব কিছুর আয়োজন করে পাত্র পক্ষের সামনে মারিয়াকে নিয়ে হাজির হয় সে। কিন্তু পাত্রী দেখে যখনই কথা বার্তা আগাতে নিবে তখনই স্বয়ং পাত্র নিজেই অমত পোষন করে নিজের এমন উদ্ভট মতামত জানিয়ে দিল সবাই কে।
উদ্ভটই তো। নিঝুমের কাছে এটা শুধু উদ্ভট নয়। চরম এক উদ্ভট কারবার।
সে এখন লজ্জায় না পারছে কিছু বলতে আর না পারছে সইতে।