#তুমি_অনুভবে ❤️
#গল্পের এক অংশ ❤️
#সাবিনা_আফরিন❤️
“মা! ও মা! কই গেলে গো!মা গো! ও মা!”
চিৎকার করতে করতে টিনের গেট ঠেলে বাড়ির ভিতরে ঢুকল এক যুবক। তার হাঁপাতে থাকা গলার আওয়াজে মনে হচ্ছিল, বিরাট কিছু ঘটেছে।একতলা টিনসেট ঘরের পাশে থাকা রান্নাঘরে তখন রান্নায় ব্যস্ত মিসেস রেনু বেগম। ছেলের গলার এমন অস্থির চিৎকার শুনে আঁচল সামলাতে সামলাতে বাইরে বের হয়ে এলেন।কী হয়েছে রে? এমন ষাঁড়ের মতো চিৎকার করছিস কেন? আমি কি কানে কম শুনতে পাই?ছেলের এতো উত্তেজিত মুখ দেখে রেনু বেগমের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি বেশ বুঝতে পারলেন, কোনো বড় ঘটনা ঘটেছে।
--- চেঁচাবো না তো কী করবো মা! তোমার ছোট ছেলে কী করেছে জানো তুমি?