ABDULLAH KHALAF -চ্যানেলটি কোন প্রকার জঙ্গিবাদ সমর্থন করে না। এই চ্যানেলে প্রকাশিত বিভিন্ন বক্তার বক্তব্যসমূহ শুধুমাত্র কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক নির্বাচিত। কোন বক্তার ব্যক্তিগত কোন অভিমতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়।
হিজরী সাল গণনার সংক্ষিপ্ত ইতিহাস|| হিজরী সাল কিভাবে গণনা করা হয়।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সাঃ) মক্কার ক্বুরায়েশদের দ্বারা নির্যাতিত হয়ে মক্কা থেকে মদীনা চলে যান। নিপীড়িত হয়ে তার এই জন্মভূমি ত্যাগ করার ঘটনাকে ইসলামে ‘হিজরত’ আখ্যা দেয়া হয়। রাসুল মুহাম্মদ (সা:)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই হিজরী সাল গণনার সূচনা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা:)-এর শাসনামলে ১৭ই হিজরী অর্থাৎ রাসুল মুহাম্মদ (সা:)-এর মৃত্যুর সাত বছর পর চন্দ্র মাসের হিসাবে এই পঞ্জিকা প্রবর্তন করা হয়। হিজরতের এই ঐতিহাসিক তাৎপর্যের ফলেই হযরত ওমর রা. এর শাসনামলে যখন মুসলমানদের জন্য পৃথক ও স্বতন্ত্র পঞ্জিকা প্রণয়নের কথা উঠে আসে তখন তাঁরা সর্বসম্মতভবে হিজরত থেকেই এই পঞ্জিকার গণনা শুরু করেন। যার ফলে চন্দ্রমাসের এই পঞ্জিকাকে বলা হয় ‘হিজরী সন’।
হিজরী ক্যালেন্ডার ২০১৯,হিজরী ক্যালেন্ডার ২০১৯,কোন দিন থেকে হিজরী সন গণনা শুরু হয়,আজ আরবি কত তারিখ ২০১৯,আজকের হিজরী তারিখ,আরবি মাসের ক্যালেন্ডার ২০১৯,হিজরী সন গণনা শুরু হয় কত সালে,আজকের হিজরী তারিখ ২০১৯,হিজরী সন গণনা শুরু হয় কত সালে,কোন দিন থেকে হিজরী সন গণনা শুরু হয়,হিজরি সন গণনা শুরু হয় কোন সালে