ফাগুনের এক সোনালী রোদের আলো ঝলমলে বিকেল। গ্রামীণ জনপদের বাসিন্দারা দিনের কর্ম ব্যস্ততা শেষে মিলিত হয়েছে গ্রামের হাটে। গ্রামের সবজি চাষিরা তাদের উৎপাদিত নানান জাতের মৌসুমী সবজির পসরা সাজিয়ে বসেছেন বিক্রি করতে।
এটি ফাউগান বাজার, বাংলাদেশের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা জনপদের প্রহলাদপুর ইউনিয়নের ফাউগান গ্রামে অবস্থিত। সপ্তাহে প্রতি শনিবার দিন বিকেল বেলায় এখানে হাট বসে।
গ্রামের বাসিন্দারা সারা সপ্তাহ জুড়ে অপেক্ষায় থাকেন এই হাটের জন্য, কেননা হাটের দিন বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি মাছ মাংস ও দৈনন্দিন কাজে ব্যাবহৃত প্রায় সকল প্রকার নিত্য প্রয়োজনীয় পণ্য বেচাকেনা হয় কম মূল্যে। গ্রামের হাটের সবজি গুলো সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বিধায় যেমন তরতাজা দামেও খুব সস্তা হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সবুজ ফসলের মাঠের পাশেই বসে এই হাট। সপ্তাহিক হাটের দিন যেন কাছে ও দুরের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মিলনমেলা বসে এই হাটে।
ফাউগান, ডুমনী, প্রলাদপুর, নানাইয়া, আটিপাড়া, বনখড়িয়া, আতলড়া, বাশকোঁপা, সেরালিয়াবাড়ী, উজলিয়া, করলামাধবপুর ভিটিপাড়া, পোতাবাড়ী, আশুলিয়াপাড়া, মরিচারচালা, প্রতাপপুর, লোহাগাছিয়া, কদমা, রাখালিয়া, মারতা, নিমুরিয়া, বাগমারা, দমদমা সহ আশেপাশের প্রায় ২০ টিরও বেশি গ্রামের বাসিন্দারা নিয়মিত এই ফাউগান বাজার হাটে আসেন বেচাকেনা করতে।
ছেলে বুড়ো নারী পুরুষ সবাই মিলে উৎসব মুখর পরিবেশে এই হাটে আসেন সওদা করতে। চায়ের দোকানে আড্ডা আর গল্পের সাথে চলে বেচাকেনা। নিজের প্রয়োজনীয় পণ্য বেচাকেনা করে সাজের বেলায় মনের আনন্দে বাড়ি ফিরেন গ্রামীণ জনপদের বাসিন্দারা।
যুগের পর যুগ গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবন ও জীবিকার চাহিদা পূরণ করে চলেছে অপরূপ সুন্দর এই গ্রামীণ হাট ফাউগান বাজার।
A golden sunny afternoon in Fawgan. Residents of rural towns meet at the village market after the day's busy work. The vegetable farmers of the village have arranged their produce of different varieties of seasonal vegetables to sell.
It is located in Fawgan Bazar, village of Fawgan in Prahladpur Union of Sripur Upazila Township of Gazipur District, Bangladesh. A market is held here every Saturday afternoon.
The villagers wait for this market throughout the week, because on the market day, various types of fresh vegetables, fish, meat and almost all the daily necessities are sold at low prices. The vegetables of the village market are brought directly from the field, so the fresh price is very cheap. This hut sits next to green crop fields surrounded by natural beauty. On the day of the weekly haat, the residents of various villages near and far meet in this haat.
Residents of more than 20 nearby villages including Fawgan, Dumni, Praladpur, Nanaiya, Atipara, Bankharia, Atla, Bashkopa, Seraliabari, Ujlia, Karamadhabpur, Vitipara, Potabari, Ashuliapara, Moricharchala, Pratappur, Lohagachia, Kadma, Rakhalia, Marta, Nimuria, Bagmara, Damdma are regular residents. This Fawgan came to market to buy.
Men, women, and children all come to this market in a festive atmosphere. Chatting and selling in the tea shop goes hand in hand with stories. After selling their necessary products, the residents of the rural township returned home with the joy of their hearts.
For ages, this beautiful rural Hat Fawgan Bazar has been fulfilling the life and livelihood needs of the residents of the rural townships.
#old_village_market #fawgan_bazar #traditional_rural_market #weekly_village_market #sreepur_gazipur #bangladesh #ঐতিহ্যবাহী_গ্রামীণ_হাট #ফাউগান_বাজার_হাট #পুরনো_গ্রামীণ_হাট #গ্রামের_হাট #গ্রামীণ_হাট_বাজার #সপ্তাহিক_গ্রামের_বাজার #গাজীপুরের_গ্রামীণ_হাট
Facebook page: https://www.facebook.com/share/1GXzwbM6eV/