MENU

Fun & Interesting

কুয়াশামাখা শীতের সকালে গ্রামের সবজির হাট | সাতপাকিয়া বাজার | Vegetable market | Shatpakia Bazar

Md Anwar Hossin 821 2 months ago
Video Not Working? Fix It Now

কুয়াশার চাদরে ঢাকা শীতের সকাল। গ্রামীণ জনপদের কৃষকদের উৎপাদিত বিভিন্ন প্রকার মৌসুমী ফসল বিক্রি করতে ছুটে চলছে গ্রামের বাজারে। কেও ভেন গাড়িতে কেও অটোরিকশা করে আবার কেও বাঁশের ভাড় কাঁধে নিয়ে, সকলের গন্তব্য শেরপুর জেলার সদর উপজেলা জনপদের চর পক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া বাজার। ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের বাসিন্দাদের জীবনধারার চিরচেনা এই দৃশ্য প্রতিদিনকার। সূর্য ওঠার পূর্ব থেকেই এখানে নানান জাতের মৌসুমী টাটকা শাক-সবজির পসরা নিয়ে বসেন স্থানীয় কৃষকেরা। আর বেচাকেনা চলে সকাল নয়টা পর্যন্ত। এটি শেরপুর জেলার সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার। আসেপাশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি ব্যবসায়ীরা চরাঞ্চলের কৃষকদের উৎপাদিত টাটকা শাক-সবজি কিনতে এই হাটে আসেন প্রতিদিন ভোর বেলায়। এই হাটের শাক-সবজি আসেপাশের বিভিন্ন অঞ্চল সহ সারা দেশের মানুষের সবজির চাহিদা পূরণ করে অনেক অংশে। আলু টমেটো মুলা গাজর বেগুন সিম লাও সহ মৌসুম ভেদে বিভিন্ন প্রকার শাক-সবজি এই হাটে কিনতে পাওয়া যায় কম মূল্যে। ডাকাতেরঘোপ, জংগলদী, বাগলগড়, টাকিমারী, নন্দীর জোত, ধানুরপাড়া, খাসপাড়া, দিকপাড়া, ডাকপাড়া, চুনিয়ারচর, কুলুরচর, সাতপাকিয়া।, বাগলগড় সহ আসেপাশের প্রায় বিশ পঁচিশ টি গ্রামের কৃষকেরা এই হাটে নিয়মিত আসেন তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে। সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় জামালপুর সদর সহ আশেপাশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দারাও এই হাটে আসেন নিয়মিত। ব্রহ্মপুত্র নদের চরাঞ্চলের কৃষকদের অর্থনৈতিক বিপণন কেদ্র প্রতি দিন সকালের এই সব্জির হাট সাতপাকিয়া বাজার। Misty winter morning. Farmers of rural towns are rushing to the village market to sell various types of seasonal produce. Some in vans, some in autorickshaws, and some carrying bamboos on their shoulders, the destination of all is Satpakia Bazar in Char Pakhmari Union of Sadar Upazila Township of Sherpur District. This everyday scene is familiar to the people living in the Char area of the Brahmaputra river. Local farmers sit here before sunrise with a spread of fresh seasonal vegetables. And the sale goes on until nine in the morning. It is the largest vegetable wholesale market in Sherpur district. Vegetable traders from different areas of Asepash come to this market every morning to buy fresh vegetables produced by the farmers of Char area. The vegetables of this market meet the vegetable needs of the people of the whole country including the surrounding areas in many parts. Different types of seasonal vegetables including potatoes, tomatoes, radishes, carrots, brinjal, sim lao are available at this market at low prices. Farmers from around twenty five villages including Dakaterghop, Jangaldi, Bagalgarh, Takimari, Nandir Jot, Dhanurpara, Khaspara, Dikpara, Dakpara, Chuniarchar, Kulurchar, Satpakia., Bagalgarh regularly come to this market to sell their produce. Due to improved road connectivity, residents of Jamalpur Sadar and surrounding areas also visit this market regularly. Satpakiya Bazaar is the economic marketing center of farmers in the Brahmaputra river grazing area. #morning_village_market #satpakia_bazar #wholesale_vegetable_market #sherpur_bangladesh #সবজির_পাইকারি_বাজার #সকালের_সবজির_হাট #সাতপাকিয়া_বাজার #শেরপুর_জামালপুর_সেতু #গ্রামীণ_সবজির_বাজার Facebook page: https://www.facebook.com/mdanwarhossinpage?mibextid=ZbWKwL

Comment