''তুমি না চাইলেও আমারই"♥️..আরিশ একহাত আমার চুলের ভাজে দিয়ে আরেক হাত গালের ওপর রেখে...
তন্ময় বাবু কি আমার বাবাকে ছেড়ে দেন নি এখনো?
আরিশ আকাশের দিকে তাকিয়ে বললো,
~ তন্ময় তোমার বাবাকে তোমাকে নাহ পেলে কখনোই ছাড়বে না। আর তা ছাড়া তুমি একদম তাদের নিয়ে ভাববে নাহ যারা নিজের স্বার্থের জন্য তোমাকে তন্ময়ের কাছে বিয়ে দিতে চেয়েছিল।
আমি আরিশের হাত ছাড়িয়ে বলতে লাগলাম,
~আপনার মা ফুপি, প্রিয়া এনারা কেউ আমার এইখানে থাকা টা পছন্দ করে না। আমার বিষয় টা একদম ভালো লাগছে নাহ যে, যাদের বাড়িতেই আছি তারাই আমার থাকা টা পছন্দ করে নাহ। জিনিস টা বড্ড বাজে দেখায়। আমার কাছে যাওয়ার মতো জায়গা থাকলে আমি সত্যি এখানে থাকতাম না। জানেন, আপনি এত্তো এত্তো ভালো মানুষ। আমাকে যেইভাবে হেল্প করেছেন সত্যি আপনার কাছে আমি চিরঋণী থাকবো। আর আপনি তো জানেনই......
বাকিটুকু শেষ করার আগেই আরিশ একহাত আমার চুলের ভাজে দিয়ে আরেক হাত গালের ওপর রেখে নিজের দিকে টেনে একদম কো