#মিশে_আছো_আমার_অস্তিত্বে
#মেঘ পরী
গল্পের ১ম অংশ
ফুল দিয়ে সাজানো একটা ঘরে বসে আছে তৃষা।আকাশের সাথে আজ তার বিয়ে হয়েছে কিন্তু সেটা নাম মাত্র।নিজের বাবা,,মা আর ছোট্ট ভাইটার কথা মনে পড়তেই তার বুকে এক চিনচিনে ব্যথা অনুভব করলো আর কিছুক্ষণ পর দরজার আওয়াজে বুঝতে পারলো যে আকাশ এসেছে।তৃষা বেড থেকে নেমে আকাশকে সালাম দিতে গেলে আকাশ বলে উঠলো-;