নিজের চোখের সামনে আমার হাসবেন্ড আমার ছোট বোনকে বিয়ে কোরে এনেছে,এখন আমার এই অনাগত দুধের বাচ্চার কি..
জুনায়েদ রেগে যেয়ে বলে এসি চালু করো, আর তোমার আম্মু আসছে প্রায় সপ্তাহখানেক হলো এখনো যাওয়ার নাম নাই কেনো? আগে তো এইবাড়ির ভাত খাবেনা বলে কতকিছু বলতো? আমি নাকি ছোটলোক এখন এই ছোটলোকের বাড়িতে থাকতে লজ্জা করেনা? ”
“ কি বলছো এগুলা, আগেতো তুমি আফার জামাই ছিলে, তাই মা এসব হিংসায় ভাবতো, এখনতো তুমি আমার জামাই জুনায়েদ,এখন এসব বলবে ক্যান? আম্মু ঘুমাচ্ছে কথাগুলো আস্তেধীরে বলো, মায়ের ঘুম ভেঙ্গে গেলে এগুলা শুনলে কষ্ট পাবে। ”
“তো পাক না তোর মা কষ্ট? তোর মায়ের জানা উচিত অন্যকে অপমান করলে সেই অপমান নিজের গায়ে একদিন প্রতিশোধ রুপে লাগে। ”
“ নিমু কথা ঘোড়ানোর জন্য এসি অন করে দেয়। এরপরে জুনায়েদকে বলে তুমি ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। আর কাপড়গুলি বাথরুমে রাখিও নাহলে তিলা ধরে নষ্ট হবে সাদা শার্ট। ”
“ জুনায়েদ ঠান্ডা শরবতে মুখে দিয়ে ওয়াক থু করে ফেলে দেয়,এরপরে নিমুকে বলে এটা কি বানিয়েছিস? এক গ্লাস শরবত ও ঠিকমতো বানাতে পারিস না? লবন কই শরবতে? চিনির পরিমাণ এতো ক্যানো? ”
“ নিমু বলে আমিতো চেক করে এনেছিলাম জুনায়েদ,সবইতো ঠিক ছিলো? ”
জুনায়েদ নিমুর এমন কথায় রেগে যেয়ে পুরো শরবতের পানি নিমুর মুখে ছিটিয়ে দেয়। এরপরে নিমুকে বলে, তুই জানিস না আমি মুখে মুখে তর্ক পছন্দ করিনা? এরপরেও তুই মুখে মুখে তর্ক করিস,বিয়ের আগেতো মর্ডান মর্ডান ড্রেস পড়ে ছেলেদের নজর কাড়তি। সংসারের কাজ কিছুই শেখায় নাই তোর মা? আমাকে বিয়ে করেছিস সংসারের কাজ ভালোমতে শিখেক নাহলে তোর জীবন জাহান্নাম করে দিব আমি।