এক সফল দম্পতির গল্প। বিষমুক্ত সবজি চাষের জন্য নেট হাউজ তৈরি করেছেন। পানির সাশ্র্যয় করতে বসিয়েছেন ট্রিকল সেচ ব্যবস্থা। দিয়েছেন গুটি ইউরিয়া। ব্যাতিক্রমধর্মী এই চাষাবাদের গল্প যেখানে দেখানো হয়েছে কিভাবে একফোটা বিষ না দিয়েও সবজি উৎপাদন কর যায়।