প্রভাতী সংঘের কীর্তন মারিয়ানী, আসাম । জয় নারায়ণ রায় । Probhati Sangha Assam | Joy Narayon Roy
শ্রীশ্রী কৈবল্যনাথায় নমঃ
ভক্তের টানে পুনরায় চৌমুহনী পরম দয়াল শ্রীশ্রীঠাকুর রামচন্দ্রদেবের সমাধি ক্ষেত্র মন্দিরে কীর্ত্তন করতে সুদূর আসাম থেকে আসলেন প্রভাতী সংঘের জয় নারায়ণ রায় ও তাঁর দল।
পুণ্য অক্ষয় তৃতীয়ায় কীর্ত্তন পাগল এপার বাংলার মানুষকে হরিনামের প্রেমসুধায় ডুবালেন।
প্রভাতী সংঘের কীর্তনের একটি উল্লেখযোগ্য অংশ এখানে আপলোড করা হলো।
আশাকরি ভক্তদের তা খুবই ভালো লাগবে।
জয় রাম। জয় গোবিন্দ।।