হক্কানী উলামায়ে কেরাম/ আলেম ও দাঈগণ কেন সব বিষয়ে কথা বলেন না; দ্বীনের জরুরি / বেসিক বিষয়গুলো / জরুরিয়্যাতে দীন নিয়েই কেন পড়ে থাকেন; সিফাতের আলোচনা, মুতাশাবিহাত, আকীদার জটিল বিষয় নিয়ে কেন তারা জনসাধারণের মাঝে খোলামেলা কথা বলেন না, তারা কি সহিহ আকিদার আলেম নন ইত্যাদি সব বিষয় দ্বীনিয়াত শিক্ষা সমাপনী দরসে মাওলানা তাহমীদুল মাওলা/তাহমিদুল মাওলা হাফিজাহুল্লাহ এর আলোচনায় উঠে এসেছে।