প্রায় ১ লক্ষ লোক শিবলিঙ্গের মাথায় জল ঢালছে || Asia's second largest Shivling || Shiv Nivas
এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিব নিবাস। পশ্চিমবঙ্গের মাঝদিয়ায় এই গ্রামটি অবস্থিত। শিবরাত্রিতে প্রায় কয়েক লক্ষ লোক শিবলিঙ্গের মাথায় জল ঢালে। স্থানীয় এলাকায় এই শিবলিঙ্গ বুড়ো শিব নামে পরিচিত। খুবই জাগ্রত এবং জমজমাট ভাবে শিবরাত্রি পালিত হয় এখানে। ভীম একাদশীতে মেলা শুরু হয় এবং শিবরাত্রিতে মেলা শেষ হয়। আশেপাশের কয়েক'শ গ্রামের মানুষ এবং বহু দূর দূরান্ত থেকে যেমন কলকাতা, বর্ধমান, উত্তর ২৪ পরগনা এমনকি দক্ষিণ 24 পরগনা থেকেও বহু মানুষ শিবলিঙ্গের মাথায় জল ঢালার জন্য আসেন। বহু মানুষের মনস্কামনা ও পূর্ণ হয়।
The second largest Shivlinga in Asia is the abode of Lord Shiva. This village is located in Majhdiya, West Bengal. On Shivratri, about a lakh people pour water on the head of the Shivlinga. In the local area, this Shivlinga is known as Buro Shiv. Shivratri is celebrated here with great vigor and enthusiasm. The fair starts on Bhim Ekadashi and ends on Shivratri. People from hundreds of nearby villages and from far away places like Kolkata, Burdwan, North 24 Parganas and even South 24 Parganas come to pour water on the head of the Shivlinga. Many people's wishes are fulfilled.
#shiv
#shiva
#shivratri
#mahashivratri
#shivnibas
#largestshivatemple
#shivling
#shivratri2025
#shivratrispecial
#mahakumbh
#prayagraj
#travel
#travelwithrajesh
এই ভিডিওটি শুধুমাত্র একটি ধার্মিক বিষয় এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য। হিন্দু ধর্মের ঐতিহ্য ইতিহাস পুড়ান এবং তার সাথে বর্তমানে মানুষ কতটা মান্য করেন তাকে, তারই একটা চিত্র রয়েছে এই ভিডিওর মধ্যে। এই ভিডিওর মধ্যে দিয়ে কারোর প্রতি কোন রকম মানসিক বা শারীরিক আঘাত করা হয়নি। সম্পূর্ণ একটি ধার্মিক সাংস্কৃতিক ঐতিহ্য কে তুলে ধরা হয়েছে।
This video is only to highlight a religious topic and tradition. This video shows the history of the tradition of Hinduism and how much people respect it today. No mental or physical harm has been done to anyone through this video. A complete religious cultural tradition has been highlighted.