কালনা শহরকে বলা হয় মন্দির নগরী। অম্বুআ মায়ের নাম অনুসারে জায়গার নাম হয়েছে কালনা। এখানে আসলে দেখা যাবে একাধিক বছরের পুরনো স্থাপত্য শিল্প এবং বহু পুরনো মন্দির। বিখ্যাত ১০৮ টি শিবের মন্দির। এখানেই দেখা মিলবে শ্বেত পাথরের শিবলিঙ্গের। গোবর্ধন পর্বতের আকারে তৈরি এখানে গোবর্ধন মন্দির।
একদিনে কিভাবে নিজের গাড়িতে করে বা ট্রেনে মন্দির নগরী কালনা দর্শন করবেন এবং এখানকার বিখ্যাত খাবার কি, সবকিছুই পেয়ে যাবেন এই ভিডিওতে। তো দেখতে থাকুন মন্দির নগরী কান্নার এক অসাধারণ ভিডিও।
#kalna
#mandirnagarikalna
#kalnarajbari
#travel
#travelwithrajesh