রাঙ্গামাটির সমতা ঘাটের বনরূপা বাজার। পাহাড়ের ঢালে জলের উপরে দৃশ্যমান সমতাঘাটের ভাসমান বাজার, আর ঠিক ঘাটের উপরেই স্থলভাগে বসে বনরূপা বাজার। রাঙামাটি শহরে একেবারে পাশাপাশি বসা দুটি বাজারের নাম আলাদা হলেও সামগ্রিক বিবেচনায় বাজার দুটি একে অপরের পরিপূরক। মূলত বনরূপা বাজারে পণ্যের যোগান দিতেই সমতা ঘাটে বসে ভাসমান বাজার। আর সমতা ঘাটের ভাসমান বাজার থেকেই পণ্যের যোগান আসে বনরূপা বাজারে। প্রতি বুধবার সকালে শুরু হয়ে দুপুর পর্যন্ত জমজমাট থাকে এই হাট।
সাত সকালে দূর দূরান্তের পাহাড় থেকে ফলমূল, শাক-সবজি, লতাগুল্ম, ধান-চাল ও গবাদীপশু নিয়ে দলে দলে নৌকা নিয়ে সমতাঘাটের বনরূপা বাজারে আসতে থাকেন পাহাড়িরা। সকাল ৭টার মধ্যেই পাহাড়ি পণ্যের আমদানিতে সয়লাব হয়ে যায় সমতাঘাট। আনারস, জাম্বুরা, কাঁঠাল, পেয়ারা, কমলা, কলাসহ নানান ফলফলাদি বোঝাই সারিবদ্ধ নৌকাগুলো দারুণ এক দৃশ্যের অবতারনা করে।
Contact email address for sponsorship, affiliate or other business purpose: sumonmcj@yahoo.com
#বনরূপা_বাজার #রাঙ্গামাটি #rangamati