নয়নাভিরাম ভেম্বানাদ লেক, অজস্র খাল, ব্যাক ওয়াটার আর সমুদ্র সৈকতের কারণে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের আলেপ্পিকে বলা হয়ে থাকে ভেনিস অব ইস্ট। বিশ শতকের শুরুতে ভারতের ভাইসরয় জর্জ কার্জন আলেপ্পির রূপে মুগ্ধ হয়ে এভাবেই উল্লেখ করেছিলেন তার বর্ণনায়। তাই, এটি কেরালার "ভেনিশিয়ান রাজধানী" নামেও পরিচিত।
এই ভেম্বানাদ লেক ছবির মতোই নয়, ছবির চেয়েও সুন্দর। অদেখা প্রকৃতির এমন রঙরূপ শতভাগ ক্যামেরার লেন্সে তুলে আনা সম্ভব নয় কখনোই। এই লেকের বৃষ্টিমুখর সকাল আমার জীবনের সুন্দরতম মুহূর্ত হিসেবে স্মৃতিপটে আঁকা থাকবে আজীবন। আগের পর্বে আপনাদের দেখিয়েছি সেই স্নিগ্ধ সকাল আর এ পর্ব শুরু হতে যাচ্ছে ভেম্বানাদ লেকে কায়াকিং দিয়ে।
Contact :
sumonmcj@yahoo.com
Kayaking in Alleppey :
Kuttanad Kayaking
Whatsapp : +91 99952 81258
Website : https://kuttanadkayakinginalleppey.com
#kayaking #alleppey #kerala #কায়াকিং #আলেপ্পি #কেরালা