আজ একটু অন্যরকম একটা দিন আমাদের ট্রুগানিক ফার্মে!
আজ স্বাগতার জন্মদিন। জন্মদিন উপলক্ষে, তিনি আজ নিজ হাতে টার্কি রান্না করেছেন আমাদের অ্যাকুয়াপনিক্স গার্ডেনের মনোরম পরিবেশে। পুরোপুরি ট্র্যাডিশনাল বাঙালি সাজে সজ্জিত স্বাগতা, কাশার হাঁড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতেই রান্না করেছেন আমাদের খামারের টার্কি। আর এই বিশেষ খাবারের স্বাদ নিতে সাথে আছেন টিম ট্রুগানিক। 🙂
জন্মদিনের এই উৎসবে শুধুই স্বাদের নয়, ছিল আন্তরিকতার আর ভালোবাসার ছোঁয়া। স্বাগতার হাতের রান্না যেমন সুস্বাদু, তেমনি এই পরিবেশের উষ্ণতা আর আন্তরিকতায় ভরা প্রতিটি মুহূর্ত।
শুভ জন্মদিন, স্বাগতা! জীবনের প্রতিটা দিন "Truganic by Swagata" র মতোই সুন্দর আর প্রাণবন্ত হোক।
#truganic #truganicfarm #truganicbyswagata #happybirthday #cookingshow