MENU

Fun & Interesting

মাটির উপরে হয় যে পেঁয়াজ- গ্রীষ্মকালীন পেঁয়াজ

Krishi Bioscope 18,912 1 year ago
Video Not Working? Fix It Now

উচ্চমূল্যের লাভজনক ফসল - অসময়ের পেঁয়াজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ- বর্ষাকালের পেঁয়াজ। সরকারিভাবে সারাদেশে এই পেঁয়াজের বীজ, সার ও অন্যান্য সহায়তা প্রদান করা হচ্ছে। যারা চাষ করতে চান নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করুন। তবে আগে জানতে হবে নিয়ম, কয়েকটা ফিল্ড ভিজিট করুন, কৃষি অফিসারদের পরামর্শ নিন তারপরে কাজে নেমে পড়ুন। বাজারদর ভাল থাকলে এবং ফলন ভাল হলে এক বিঘায়( ৩৩ শতকে) অনায়াসে মাত্র ৩ মাসে লাখ টাকার উপরে লাভ করা সম্ভব। কৃষিই সমৃদ্ধি।

Comment