আকিদাগত বিষয়ে এর উপর অত্যন্ত চমৎকার ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব আজকে আপনাদেরকে উপহার দেওয়া হল। শুরু থেকে শেষ পর্যন্ত নিরিবিলি পরিবেশে অবসরে বা রাতে ঘুমানোর সময় শুনবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। এই পর্বে আকীদার পবিত্রতা এবং আল্লাহ নামের মধ্যেই আল্লাহর স্বয়ংসম্পূর্ণতা ও একত্ববাদের আলোচনা পেশ করেছেন, পাশাপাশি অন্যান্য বিষয়ের সাথে তুলনামূলক পার্থক্য দেখিয়েছেন জননন্দিত আলেম আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য খলিফা শায়েখ মাওলানা মুস্তাক আহমদ খান, খতিব বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
আমলের নিয়তে হেদায়েতের স্পিহা নিয়ে শুনবেন এবং ভালোো লাগলে অপরজনকে শেয়ার করবেন ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যাতে করে অপরজন শুনলে আপনিও সমান সোয়াবের অংশীদার হবেন।
তবে পুুনরায় রি-আপলোড করা যাবেনা এবং পুরো বক্তব্য কাটসার্ট করে ইচ্ছামতো এডিটিং করে বিকৃত করে প্রচার করা সম্পূর্ণণ নিষিদ্ধ ইহা দন্ডনীয়।
ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিও লিংক শেয়ার করবেন ধন্যবাদ।
---------
মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা মোশতাক আহমদ খান, সিলেটি ভাষায় ওয়াজ, সিলেটি বক্তা,সাড়া জাগানো বয়ান, তাফসীর, ওয়াজ মাহফিল, তাফসীরুল কুরআন মাহফিল, সরাসরি, লাইভ, ইসলামিক ইউটিউব বাংলা বিডি, islamic Youtube Bangla bd,MAHDI, Maulana Mushtaq Ahmed Khan, আকিদার বয়ান মাওলানা মোশতাক আহমদ খান,ভাইরাল ওয়াজ,ভাইরাল ভিডিও,সিলেটি ভাষা,Sylhet,Sylheti, Green Bangla,Viral video,islamic video,islamic bagla,Sylhet central jame masjid,Central Mosque