MENU

Fun & Interesting

তাজমহল সিক্রেটস: তাজমহল কি মন্দির ছিল? শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন শাহজাহান? Secrets of Taj Mahal?

Abdullah Ibn Mahmud 26,327 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

তাজমহল নিয়ে শোনা যায়, পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান শ্রমিকদের হাত কেটে দেন যেন এরকম আর কিছু না বানাতে পারে। আবার সাম্প্রতিক সময়ে দাবি ওঠে, তাজমহল নাকি আগে এক শিবমন্দির ছিল, এ নিয়ে আবার আদালতে রিটও দায়ের করা হয়। আবার লোকে বলে, যমুনার অন্য তীরে শাহজাহান ব্ল্যাক তাজমহল মানাতে গিয়েছিলেন।

চলুন জেনে নেয়া যাক তাজমহলের নানা কিংবদন্তীর আদি-অন্ত আর মুমতাজ-শাহজাহানের আখ্যান।

Comment