তাজমহল নিয়ে শোনা যায়, পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান শ্রমিকদের হাত কেটে দেন যেন এরকম আর কিছু না বানাতে পারে। আবার সাম্প্রতিক সময়ে দাবি ওঠে, তাজমহল নাকি আগে এক শিবমন্দির ছিল, এ নিয়ে আবার আদালতে রিটও দায়ের করা হয়। আবার লোকে বলে, যমুনার অন্য তীরে শাহজাহান ব্ল্যাক তাজমহল মানাতে গিয়েছিলেন।
চলুন জেনে নেয়া যাক তাজমহলের নানা কিংবদন্তীর আদি-অন্ত আর মুমতাজ-শাহজাহানের আখ্যান।