বাজারে বিক্রি করতে হবে এতটাই সবজি ফলছে সোনারপুরের নীলিমা দির ছাদ বাগানে
#mango_plant_care #mango_plant_soil_mix
আম গাছ এমন একটি গাছ এখন সকলেই পছন্দ করে বিশেষ করে যারা ছাদ বাগান করছি আমরা নতুন তারা সকলেই প্রেমে পড়ে যাচ্ছি আম গাছের উপর।
যে যেখানে যেমন জায়গা পাচ্ছি একটা করে আম গাছ বসানোর চেষ্টা করছি। ভাবছি যে ছাদে গাছ করতে গেলে অন্য কোন গাছ থাক বা না থাক সাধের দুটো আমাদের অবশ্যই থাকবে সেই আম গাছ কি ধরনের টবের মধ্যে বসাবো কি ধরনের গাছ তৈরি করব কেমন ধরনেরচারা আমরা কিনব। বেশ কিছু খুঁটিনাটি প্ল্যান যেগুলি আমাদের আছে সেগুলি সলভ করতে হবে এই ভিডিও থেকে।
এই ভিডিওটা থেকে আমরা অনেক কিছু শিখতে পারব সহজে সবজি বাগান করার আরও সহজ কিভাবে করা যায় সেটাই আমাদের লক্ষ্য শুধুমাত্র মিক্স খাবার গোবর সার দিয়ে ছাদে এত সুন্দর সবজি করা যায় এটা কিন্তু সত্যি আমাদের ভাবনার বাইরে অনেক আর এই সমস্ত ভিডিও গুলো দেখে আমরা রোজ কিছু না কিছু কিছু না কিছু নতুন জিনিস কন্টিনিউ শিখতে পারছি আর আপনাদের সামনে তুলে ধরতে পারছি।
প্রত্যেকটা মানুষ ও খুব খুশি তারা তবে ছাদ বাগান গুলো তুলে ধরতে পেরে এবং স্মৃতি করে রাখতে পেরেছে এই চ্যানেলের মাধ্যমে আগামী দিনে আরো অনেক ভিডিও আসছে আপনাদের জন্য শুধুমাত্র কত ভালোভাবে কত সুন্দর করে বাগান তৈরি করা যায় সেগুলি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরব রোজদিন ভাল থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের প্রিয়জনদের সঙ্গে সব সময় থাকবে।