দুর্গাপুরের পাশে একদিনের অচেনা বেড়ানো। ধবনী, নাচন এবং মাধাইগঞ্জ।। যাওয়া এবং খাওয়া।। Jaoa Ebong Khaoa
দুর্গাপুরের পাশেই রয়েছে নানা অচেনা অদেখা অথচ অসাধারণ কিছু জায়গা। পশ্চিম বর্ধমানের সেই সব অচেনা গ্রামে আজ বেড়াব আমরা। রয়েছে অসাধারণ প্রকৃতি, রয়েছে মনীষীদের স্মৃতি, রয়েছে অনন্য ইতিহাস আর রয়েছে দারুণ সব খাওয়া দাওয়াও। খাওয়া হল দারুণ মিষ্টি বোমা। এবারেও তাই যাওয়া এবং খাওয়ার এই পর্ব জমজমাট।