তারাবীহ এর রাকাতসংখ্যা : বুখারী শরীফে কী আছে?
(হযরত আয়েশা রা: এর আট রাকাতের হাদীসের বিশ্লেষণ)
আলোচক : মাওলানা তাহমীদুল মাওলা
উস্তাযুল হাদীস, জামিয়াতুল উলূসিল ইসলাসিয়া ঢাকা
রমজান মাসের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তারাবীহ বা তারাবী। তারাবীহ সালাত এর এর ফজীলত অনেক। রাসুলুল্লাহ সা: বর্লেেছন যে রমজান মাসে তারাবীহ পড়ল ইমানের সাথে সওয়াবের নিয়তে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এটা বুখারি শরীফের বর্ণনা। এছাড়া সহীহ হাদীসের অন্যন্য কিতাবে ফজিলতের বহু হাদীস আছে। এরপরও কি আমরা তারাবিহ পড়তে আলসেমি করব?
রমযান মাসের তারাবীহ নামাজের নাম ও রাকাত সংখ্যা কত বিশ না আট এ নিয়ে অনেক অনেক বিতর্ক আছে। তারাবীহ এর নামটি সোনালী যুগ মানে তাবেয়ীদের যমানাতেই পাওয়া যায়। ঠিক তেমনি তারাবীহ নামটি থেকেই বুঝা যায় তারাবীহ কত রাকাআত পড়া দরকার। দেখুন পুরো ভিডিওটি এবং আপনার মতামত জানান।
আব্দুল আযীয বিন বায, নাসিরুদ্দিন আলবানী এবং এখনকার বাংলাদেশী আহলে হাদীস শায়েখ আব্দুর রাযযাক বিন ইউসুফ, মুযাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান, কাজী ইবরাহীম, মতিউর রহমান মাদানী, মনজুরে ইলাহী, ড. সাইফুল্লাহ সহ লা মাযহাবি শায়েখগণ মানুষকে যেভাবে বিভ্রান্ত করেছেন এ বিষয়ে বিস্তিারিত আলোচনা ও এসছে।