আল্লামা তাফাজ্জুল হক রহ. এর একটি মাকবুল দুআর গল্প
আলোচক : মাওলানা তাহমীদুল মাওলা
-----
আল্লামা তাফাজ্জুল হক রহ. বাংলাদেশের প্রথম শ্রেণির আলিমদের একজন ছিলেন। বৃহত্তর সিলেট বিভাগের আলিমকূল শিরোমণি। এক বর্ণাঢ্য ও সমৃদ্ধ জীবনের অধিকারী। দাওয়াত-তাবলিগ, ওয়াজ-নসিহত, সমাজ সংস্কার, শিক্ষকতা, রচনা ও রাজনীতি ইত্যাদি বিষয়ে ছিল তাঁর সরব পদচারণা। তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম শীর্ষ হাদিস বিশারদ। তাঁর মৃত্যুতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। তাঁর গড়া জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর, হবিগঞ্জ মাদরাসার এক সভায় তার স্মৃতিচারণ করছেন মাওলানা তাহমীদুূল মাওলা....