MENU

Fun & Interesting

অল্প খরচে পানের বিভিন্ন পচাঁ রোগের প্রতিকার। পাতাপচাঁ, গিটপচাঁ, কান্ডপচাঁ, শিকড়পচাঁ রোগের সমাধান ।

Banijjik Krishi 81,071 lượt xem 4 years ago
Video Not Working? Fix It Now

পান একটি অর্থকরী ফসল। পান চাষের সবচাইতে বড় সমস্যা পানের পচাঁ রোগ। মূলত বিভিন্ন ছত্রাকের কারণে পানের এই পচাঁ রোগ দেখা দেয়। এই রোগের কারণে অনেকেই পান চাষ করা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। হাজার হাজার টাকার বিভিন্ন ছত্রাকনাশক ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায় না। কৃষকদের পান চাষের এই সমস্যার বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ কৃষি গবেষনা ইনিষ্টিটিউট কর্তৃক জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ পান উৎপাদন কর্মসুচীর আওতায় ”হাতে কলমে পানের পচাঁ রোগ দমনের কলাকৌশল, ব্যবহার ও প্রয়োগ পদ্ধতি” নিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরী করা হয়েছে। ভিডিওটিতে অল্প খরচে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে পানের বিভিন্ন পচাঁ রোগ যেমন পাতাপচাঁ, গিটপচাঁ, কান্ডপচাঁ, শিকড়পচাঁ রোগের সমাধান দেয়া হয়েছে। আশাকরি সকল পান চাষীদের উপকারে আসবে। কৃষিই সমৃদ্ধি।

Comment