আস্ত খাসীর মাংস পোলাও দিয়ে অতিথি আপ্যায়ন করা হলো
অতিথিদের জন্য সকালবেলা আমরা খাসীর মাংস বানিয়ে নিলাম। আজ অতিথিদের জন্য রান্না হচ্ছে সুস্বাদু পোলাও, খাসীর মাংসের তরকারী, ছোলার ডাল খাসীর কলিজা দিয়ে। মজার মজার সব রান্না করছে বাবুর্চি জাকির। আজ আমাদের অতিথি কোরআনের পাখিরা এবং কিছু অসহায় মানুষজন। মজাদার সব রান্না খেয়ে অতিথিরা সবাই তৃপ্তি পেয়েছেন এবং প্রবাসী অসুস্থ ভাইয়ের জন্য দোয়া করেছেন।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler