MENU

Fun & Interesting

মালচিং ফিল্ম ব্যাবহারের নিয়ম ও লাভজনক অফসিজন ব্লাকবেবি তরমুজ

Krishi Bioscope 705,229 5 years ago
Video Not Working? Fix It Now

৩৩ শতকে ৬০ দিনে আয় ১ লক্ষ টাকারও বেশি। কৃষি উদ্যোক্তাদের প্রথম পছন্দের চাষ এই ব্লাকবেবি অফসিজন তরমুজ। এর থেকে লাভজনক চাষ এই সময়ে আর নেই। কিন্তু এই তরমুজ চাষ একটু আলাদা টেকনিকে করতে হয়। এর জন্য মালচিং ফিল্ম ও মাচা করা লাগে। তাই মালচিং ফিল্ম কিভাবে মাটিতে সেট করতে হয় সেই টেকনিক না জানলে হবে না এবং অনেকেই জানতে চেয়েছেন মালচিং ফিল্ম কিভাবে ব্যবহার করবো...তাছাড়া সার ব্যবহারেরও কিছু পরিমানগত ব্যাপার রয়েছে। সেইজন্য তরমুজ চাষের শুরু থেকে কি কি করতে হয় তার সাধারণ একটা ধারণা দেয়া হয়েছে এই ভিডিও তে। আরো বিস্তারিত জানতে হলে সরাসরি কৃষকের মাঠে যেয়ে হাতেকলমে শিখতে হবে। অথবা যে এলাকায় এই তরমুজের চাষ হয় সেই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। মালচিং ফিলমের জন্য যোগাযোগ করতে পারেন- 01755848584 ইব্রাহিম, চুয়াডাঙ্গা

Comment