সাহেব ভট্টাচার্য। শিশুশিল্পী হিসেবে শুরু, তারপর বড় পর্দার তোপসে। এক সময়ে ভয়াবহ এক অধ্যায় আসে তার জীবনে। প্রেমিকার আচমকা গাড়ি দুর্ঘটনায় মৃত্যু, তাও অন্য এক নায়কের গাড়িতে। দুর্বিষহ সেই অধ্যায় কাটাতে সময় লেগেছে। আজ সাহেব সফল টিভি ধারাবাহিক 'কথা'র নায়ক। নায়িকার সঙ্গে ইতিউতি প্রেমের গুঞ্জন। বাবা কিংবদন্তি ফুটবলার সুব্রত ভট্টাচার্য ও জামাইবাবু সুনীল ছেত্রী। সেই সাহেবের সঙ্গে ছোট্ট আলাপ।
#film #movie #acting #music #adda #marriage #love #television #coffee #family #football #breakup #caraccident #law #cheating #depression #tvserial #dhoka #mohunbagan #india