লক্ষ্য মানুষকে বায়াত করালেন সৈয়দ জি চন্দ্রপাড়া পাক দরবার শরীফ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী ২০২৫। বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরছ উদ্যাপিত হয়েছে। মোনাজাতে তামাম জাহানের সমস্ত অলী-আল্লাহ, গাউছ কুতুব, নজীব, নুজবা, নুক্বা, আখইয়ার, আবদাল, আওতাদদের হুজুরে সওয়াব পৌঁছানো হয়। এবং দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এদিন কুয়াশা শীত উপেক্ষা করে দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রাণ মুসল্লীরা মোনাজাতে অংশ নেন।
@chondroparapak
#চন্দ্রপাড়া
#cpds
#ghazal
#ইসলামিক_গজল
#তওবার_শর্তগুলি_কি_কি
ফরিদপুরের একটি পবিত্র স্থানের নাম চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। আত্মার বিশুদ্ধতা অর্জন, জীবনকে নতুনভাবে জাগ্রত করা, নামাজের মধ্যে মগ্নতা অর্জন (সালাত ই হুজুরি) এবং আধ্যাত্মিক জ্ঞানলাভের উদ্দেশ্যে সুফিবাদের আদর্শে প্রতিষ্ঠিত এইস্থানে লাখ লাখ ভক্তরা এসে থাকেন।
হযরত শাহ্ চন্দ্রপুরী বলেন নামাজ ছাড়া কেউ সহজে জাহান্নাতে যেতে পারবে না নামাজ খারাপ কাজ থেকে ফেরার সাবার আগে আল্লাহ পরে নবী তার পরে বাবা মা তার পরে পীর! কেউ ভড পীরে হাতে হাত দিলে দুইজনেই জাহান্নামী তাই পীর চিনিয়া হাত দিবেন! কেউ আল্লাহর অলিকে নিয়ে কোনো বাজে কথা বলবে না আল কুরান
কালের শ্রেষ্ঠমানব ও সংস্কারক, ভক্তদের মধ্যমণি, সিরাজুমমুনিরার বাহক, সুলতানুল আউলিয়া (সকল আধ্যাত্মিক নেতাদের নেতা) হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহমেদ (রঃ) চন্দ্রপুরী নকশাবন্দি মোজাদ্দেদ্দির পবিত্র দরবার (আদালত) হচ্ছে চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। এখানে ভক্তরা মেডিটেশন এবং নামাজের বিভিন্ন আধ্যাত্মিক এবং বাস্তবিক কলাকৌশলের শিক্ষা নিয়ে থাকেন।
★নামাজের ভিতরে জাহেরা শরীয়ত ও মারেফত উভয়ই রহিয়াছে। যে হুজুরী দেল ভিন্ন নামাজ শুদ্ধ হইবে না সেই হুজুরী দেলের শিক্ষা খালেছ নিয়তের শিক্ষা ও রিপু দমনের বা দূর করার শিক্ষা মারেফতের ভিতরে রহিয়াছে। কোরআন ও হাদীসের মূল শিক্ষা তাছাওফের ভিতরে রহিয়াছে অর্থাৎ কোরআন ও হাদীসের বাতেন ও মূল তত্ব বুঝিতে হইলে এলমে তাছাওফ অত্যাবশ্যক।
---জামানার মোজাদ্দেদ হযরত শাহ্ চন্দ্রপুরী (রহঃ)।