গাভী গরু হিটে আনার ঔষধ জেনে নিন | বকনা, গরু হিটে আনার উপায় | the way to hit the cow | কৃষি প্লাস
কোনো গাভী সঠিক সময়ে (১৮-২১ দিন) গরম হয় ও কোনো প্রকার অসুস্থতার লক্ষণ থাকে না এবং কমপক্ষে ২ বার প্রজনন করানোর পরেও গর্ভধারণে ব্যর্থ হয় তখন তাকে বার বার গরম হওয়া গাভী বলে। চলুন দেখে নেওয়া যাক গাভী হিটে না আসলে করণীয়।
৩ বার প্রজনন করানোর পরেও গর্ভধারণে ব্যর্থ হওয়ার হার প্রায় ১০.০১%। এতে করে বাছুর প্রদানের সংখ্যা কমে যায়। বার বার প্রজনন করানো ও চিকিৎসা করানোর খরচ বেড়ে যায়।
গরু হিটে আনার উপায়
গরু,বকনা হিটে,ডাকে আনার উপায়
গরু,বকনা হিটে,ডাকে আনার ঔষধ
অনেক সময় উন্নত মানের গাভী অকালে বাতিল করতে হয়, ফলে খামারি মানসিক চাপে পড়েন ও অর্থনৈতিকভাবে খুব ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। বাণিজ্যিক ডেইরি ফার্মে চারটি প্রধান সমস্যার মধ্যে বার বার গরম হওয়া একটি অন্যতম সমস্যা।
বাস্তবপক্ষে কিছু ক্ষেত্রে ভুল সময়ে প্রজনন করানোর ফলে হয়ে থাকে। কিছু গাভীতে প্রজনন তন্ত্রের বার্সা ও ডিম্বনালির জটিলতা ও জরায়ু সংক্রমণের কারণে হয়ে থাকে।
হিটে না আসলে যা করবেন:
সাধারণত হরমোনের ভারসাম্যহীনতার কারণে এই রোগ হয়ে থাকে। ভিটা এভিই ১০০ সিসি বোতলে পাওয়া যায়, ১০০ কেজি ওজনের জন্য ২০ মিলি করে প্রতি সপ্তাহে ১ বার করে ১ মাস খাওয়াতে হবে। কৃমির ট্যাবলেট দিতে হবে।
ফার্টাজাইল ইনজেকশন প্রতি গাভীকে ৫ মিলিলিটার হিসেবে মাংসপেশিতে ইনজেকশন দিতে হয়। ফলে গাভী ১৭ দিন পরই গরম হবে।
#বকনা_হিটে_আনর_উপায়
#বকনা_গরু_ডাকে_হিটে_আনার_উপায়
#গরু_হিটে_ডাকে
#বকনা_হিটে_ডাকে
#বকনা_হিটে_আনার_ঔষধ
গাভী বা বকনার সঠিক সময়ে ডাকে আসানোর জন্য করণীয়ঃ
পালন করা গাভী বা বকানাকে ঠিক সময়ে ডাকে আসানোর জন্য যা করতে হবে তা নিচে দেওয়া হল-
১। বাছুর জণ্মের পর পরিমিত শালদুধ খাওয়ানো এবং পরিমিত মাত্রায় সুষম খাদ্য খাওয়াতে হবে। গাভী বাচ্চা দেয়ার পর ৪০-৬০ দিনের মধ্যে ভাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে কৃত্রিম প্রজনন করাতে হবে অথবা ভাল জাতের ষাঁড় দিয়ে প্রজনন করাতে হবে।
২। প্রতিটি গাভীর ডাকে আসার সঠিক সময় নির্ণয়ের জন্য প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় আধা ঘন্টা করে গাভীকে পর্যবেক্ষণ করতে হবে। কোন গাভীর যোনিদ্বার দিয়ে অস্বাভাবিক ধরনের বিজল অর্থাত্ ঘোলাটে বা পুঁজ জাতীয় বিজল নি:সৃত হলে সেগুলিকে প্রজনন করানো যাবে না।
৩। বাচ্চা দেয়ার পর যদি গাভীর গর্ভফুল ৬-১২ ঘন্টার মধ্যে না পড়ে সে গাভীগুলোকে ৮০-ঌ০ দিনের আগে প্রজনন করানো যাবে না।
৪। গাভী গরম হওয়ার লক্ষণ প্রকাশের ১০-১২ ঘন্টা পর ভাল বীজ দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে দক্ষ লোক দ্বারা কৃত্রিম প্রজনন করাতে হবে অথবা ভাল জাতের ষাঁড় দ্বারা প্রজনন করাতে হবে।
৫। কোন গাভী স্বাভাবিক তিনটি ঋতুচক্রে পর পর তিনবার ভালবীজ দ্বারা কৃত্রিম প্রজনন করানোর পরও যদি গর্ভসঞ্চার না হয়, তবে পর
#গরু_মোটাতাজাকরণ #গরুর_খাদ্য #গরুপালন
গরু মোটাতাজাকরণ খাদ্য তালিকা,গরু মোটাতাজাকরণ পদ্ধতি,গরু মোটাতাজাকরণ ঔষধ,গরু মোটাতাজাকরণ দানাদার খাদ্য তালিকা,গরু মোটাতাজাকরণ pdf,গরু মোটাতাজাকরণে খাদ্য,গরুর জন্য পানি,গরু মোটাতাজাকরণ পদ্ধতি pdf,গরু মোটাতাজাকরণ ভিটামিন,গরু মোটাতাজাকরণ ইনজেকশন,
গরু মোটাতাজাকরণ ও ছাগল পালন,অল্প দিনে গরু মোটাতাজাকরণ,অল্প সময়ে গরু মোটাতাজাকরণ,গরু মোটাতাজাকরণ আয় ব্যয়,আধুনিক পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ,গরু মোটাতাজাকরণ ইংরেজি,গরু মোটাতাজাকরণ ইউরিয়ার ব্যবহার,এক মাসে গরু মোটাতাজাকরণ,কম খরচে গরু মোটাতাজাকরণ,গরু মোটাতাজাকরণ লাভ কেমন,কম সময়ে গরু মোটাতাজাকরণ,কোরবানির গরু মোটাতাজাকরণ,গরু মোটাতাজাকরণ খাবার তালিকা,গরু মোটাতাজাকরণ খামার,গরু মোটাতাজাকরণ খাবার,গরু মোটাতাজাকরণ খাবার পদ্ধতি,গরু মোটাতাজাকরণ খাদ্য,গরু মোটাতাজাকরণ খরচ,ষাঁড় গরু মোটাতাজাকরণ খাবার,গাই গরু মোটাতাজাকরণ,শুকনো গাই গরু মোটাতাজাকরণ,গাভী গরু মোটাতাজাকরণ,দেশি গাই গরু মোটাতাজাকরণ,ঘাস ছাড়া গরু মোটাতাজাকরণ,ছোট গরু মোটাতাজাকরণ,গরু মোটাতাজাকরণ ট্রেনিং,গরু মোটাতাজাকরণ ট্যাবলেট,তিন মাসে গরু মোটাতাজাকরণ,দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজাকরণ,দেশী গরু মোটাতাজাকরণ,দ্রুত গরু মোটাতাজাকরণ,দেশি ষাঁড় গরু মোটাতাজাকরণ,দেশি গরু মোটাতাজাকরণ পদ্ধতি,মোটাতাজাকরণ গরু নির্বাচন,গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া,গরু মোটাতাজাকরণ প্রকল্প,গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ,গরু মোটাতাজাকরণ প্রজেক্ট,গরু মোটাতাজাকরণ পদ্ধতি প্রশিক্ষণ,গরু মোটাতাজাকরণ পদ্ধতি ঔষধ,গরু মোটাতাজাকরণ ফিড,গরু মোটাতাজাকরণ বই pdf,গরু মোটাতাজাকরণ বই,গরু মোটাতাজাকরণ ব্যবসা,বলদ গরু মোটাতাজাকরণ,বাছুর গরু মোটাতাজাকরণ,৩ মাসে গরু মোটাতাজাকরণ,২ মাসে গরু মোটাতাজাকরণ
#গরু_আনার_ঔষধ
#গরু_হিটে_আনার_উপায়