ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সেকি সামান্য চোরা ধরবি কোনা কানচিতে । লালন ফকির । Bhagirath Das Baul
Lalongeeti | লালনগীতি
ধর চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।
সেকি সামান্য চোরা
ধরবি কোনা কানচিতে।।
পাতালে চোরের বহর
দেখায় আসমানের উপর।
তিন তারে হচ্ছে খবর
শুভাশুভ যোগমতে।।
কোথা ঘর কি বাসনা
কে করে ঠিক ঠিকানা।
হাওয়ায় তার লেনাদেনা
হাওয়া মূলাধার তাতে।।
চোর ধরে রাখবি যদি
হৃদ-গারদ কর গে খাঁটি।
লালন কয় খুঁটিনাটি
থাকতে কি চোর দেয় ছুঁতে।।
পদকর্তা - মহাত্মা ফকির লালন সাঁই
কন্ঠ - ভগীরথ দাস বাউল
#lalon_giti
#লালনগীতি
#ধরচোরহাওয়ারঘরেফাঁদপেতে