শূন্য থেকে কোটি টাকার পোল্ট্রি খামার: শরীয়তপুরের ফাতেমার গল্প
======================
২০০৭ সালে স্বামীর বন্ধ হয়ে যাওয়া খামারে নতুন করে মুরগি পালন শুরু করেন শরীয়তপুরের চরমধ্যপাড়া গ্রামের ফাতেমা বেগম। ৫০০ মুরগি দিয়ে শুরু করা সেই খামার এখন ৯টি খামারে বিস্তৃত, যেখানে রয়েছে ৯,০০০ মুরগি। তার পরম যত্ন আর সুপরিকল্পনায় লোকসান থেকে লাভের পথে এগিয়েছে খামারটি। বর্তমানে তিনি শুধু নিজের পরিবার নয়, পুরো এলাকার অর্থনীতিতে অবদান রেখে চলেছেন। ফাতেমার মতো নারীরা বাংলাদেশের কৃষি অর্থনীতির অগ্রগতির মূর্ত প্রতীক।"
Facebook: https://facebook.com/shykhseraj
YouTube: https://www.youtube.com/shykhseraj
Twitter: https://www.twitter.com/shykhseraj
Instagram: https://instagram.com/shykhseraj
Linkedin: https://linkedin.com/in/shykhseraj
#SSERAJ