#ছাদ #spinach #পুঁইশাক
#পুঁইশাক #saderkrishi #ছাদ _বাগানে_পুইশাক #spinach
#বাসার ছাদে বস্তায় পুঁইশাক চাষ পদ্ধতি ও পরিচর্যা । How to Cultivation Spinach on Grow Bag
#সিমেন্টের বস্তায় পুইশাক চাষ
#পুইশাক চাষ পদ্ধতি পুঁইশাক চাষে কিভাবে চারা তৈরি করা করবেন।
# জৈবিক পদ্ধতিতে বাসার ছাদে বস্তায় পুইশাক চাষ
পুঁইশাক নরম বহুশাখা যুক্ত উদ্ভিদ। এর মাংসল লতা দ্রুতবেগে দৈর্ঘে ১০ মিটার অবধি বাড়তে পারে। এর মোটা, অনেকটা রসালো, হরতন আকৃতির পাতাতে মৃদু সুগন্ধ আছে। পাতা মসৃণ, খানিকটা পিচ্ছিল ভাব আছে। পুঁই-এর একটি গোত্র লাল-পুঁইয়ের (Basella alba 'Rubra') এর পুর্ণবয়স্ক কাণ্ড লালচে বেগুনী রং এর যা লাল পুঁই ডাঁটা হিসাবে পরিচিত।
আমাদের দেশে পুঁইশাক একটি জনপ্রিয় শাক। দেশের প্রতিটি হাট-বাজারে প্রায় সারাবছরই পুঁইশাক পাওয়া যায়। সহজলভ্য হওয়ায় এই শাক সবার কাছে প্রিয়। অন্যদিকে এ শাকের পুষ্টিগুণও অনেক। সাধারণত সাদা ও লাল এই দুই ধরনের পুঁইশাক আমাদের দেশে পাওয়া যায়।
বলা হয়ে থাকে শাক জাতীয় তরকারির মধ্যে পুঁইশাক হলো সবার সেরা। পুঁইশাক খুব সুস্বাদু। আমাদের দেশে প্রায় সব স্থানেই পুঁইশাকের চাষ করা হয়। শহরের বাড়ির ছাদ কিংবা ব্যালকনিতেও খুব সহজে এর চাষ করা যায়। সঠিক পদ্ধতিতে পুঁইশাক চাষ করলে বেশি লাভবান হওয়া যায়।
ভিডিও টি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। চ্যানেল টি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম